কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে চিংড়ি মাছের শরীরে ক্ষতিকর জেলি পুস করে বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও জেলি মিশ্রিত প্রায় আড়াই কেজি মাছ জব্দ করে ধ্বংস করা হয়। শনিবার (১লা জুন) দুপুরে কুমারখালী তহবাজারে আদালত পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আদালত পরিচালনা করেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, তহবাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই ব্যবসায়ীর নাম মোস্তফা কনক (৪৫)। তিনি কুমারখালী পৌর এলাকার এলাঙ্গীপাড়ার মৃত আলিমুদ্দিন ছেলে। একই অপরাধে অতীতেও তাকে জরিমানা করা হয়েছে বলে জানান স্থানীয়রা। আদালত সুত্রে জানা গেছে, ৮০০ টাকা কেজি দরে মাছ ব্যবসায়ী কনকের নিকট থেকে প্রায় ৬শ গ্রাম চিংড়ি মাছ ৪৫০ টাকায় কেনে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহামুদুল হাসান। মাছ গুলো বাড়িতে নেওয়ার পর ওই কর্মকর্তা বুঝতে পারেন তাতে মানবদেহের জন্য ক্ষতিকারক ক্যামিকেল জেলি মিশানো রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও জেলি মিশানো প্রায় আড়াই কেজি চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়। জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, তিনি ৪৫০ টাকা দিয়ে প্রায় ৬শ গ্রাম চিংড়ি মাছ কিনেছিলেন। বাড়ি গিয়ে তিনি দেখেন মাছে ক্ষতিকর জেলি মিশানো। পরে তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান।