আলমডাঙ্গা অফিস ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পৌরবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিতে দু’প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল বেলা ১২টার দিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান প্রয়োজনীয় তথ্য না থাকায়, কেনা সংক্রান্ত কোন কাগজপত্র না থাকায় সেখানে অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরি ও পণ্যের প্যাকেটে মেয়াদ মূল্য না লেখার অপরাধে সুরেশ স্টোরের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭০ হাজার টাকা ও অধিকারী মিষ্টান্ন ভান্ডারের মালিককে ২০ হাজার টাকা মোট ৯০ হাজার জরিমানা আদায় করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে মানসম্মত পণ্য তৈরী ও সংরক্ষণ এবং মান সম্মত ও অনুমোদিত খাদ্য কেনাবেচা করার জন্য নির্দেশনা দেয়া হয়। তদারকি কাজে সার্বিক সহযোগীতায় ছিলেন জেলা ফুড মনিটর মুশফিকুর রহমান, পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও পুলিশের একটি দল।