দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারিকেল গাছে ঝুলছিল সেকতার আলী (৩০) নামে এক যুবক। সে নারিকেল গাছ পরিস্কার (ঝুড়তে) করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছন। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের গুড়েরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত সেকতার আলী আদাবাড়িয়া ইউনিয়নের গড়–ড়া পালপাড়া গ্রামের মৃত বুলবুল আহমেদের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সেকতার আলী গুড়েরপাড়া গ্রামের রবকুল হোসেনের বাড়িতে নারিকেল গাছ পরিস্কার (ঝুড়তে) করতে গাছে উঠে। এসময় নারিকেল গাছের পাশ দিয়ে টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে সে গাছে সাথে ঝুলতে থাকে। স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত বৈদ্যুতিক লাইন বন্ধ করে নারিকেল গাছ থেকে সেকতার আলী উদ্ধার করে হাসপাতালে নেয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানাগেছে।