আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর বাজারে জামায়াতে ইসলামীর উদ্যোগে সহযোগী সদস্য সংগ্রহে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৬টার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ স্থান ফরিদপুর বাজারে সদস্য সংগ্রহের জন্য ক্যাম্পেইন হয়েছে। এ সময় নতুন সহযোগী সদস্য বৃদ্ধি ও তাদের মাঝে সংগঠনের বিভিন্ন বই পুস্তক বিক্রয়, বিতরণ এবং সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি সম্পর্কে ধারনা দেওয়া হয়। আল্লাহর আইন চাই ও সৎ লোকের শাসন চাই এবং কুরআন হাদিস অধ্যয়নের মাধ্যমে এই দেশ ন্যায় ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই জামায়াত ইসলামী। ফরিদপুর ২ নম্বর ওয়ার্ডের সভাপতি আহসান হাবিবের নেতৃত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন জামায়াতে সভাপতি আমান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়নের সহ-সভাপতি মাওলানা শহিদুল হক ও অর্থ সম্পাদক আব্দুল জব্বার। এছাড়াও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মি উপস্থিত ছিলেন।