নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি অনুমোদন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও পথসভা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দৌলতপুর উপজেলা শাখা। গতকাল মঙ্গলবার দুপুর ৩ টার সময় উপজেলার তারাগুনিয়া থানার মোড় থেকে শুরু হয়ে আল্লারদর্গা, দৌলতপুর, হোসেনাবাদ হয়ে মথুরাপুর বড় বাজারে গিয়ে শেষ হয়। রবিবার ১৯ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়া জেলা আহবায়ক হাসিবুর রহমান ও সদস্য সচিব মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি রকিবুল ইসলাম আহবায়ক ও আব্দুল হালিম আকাশকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেন কুষ্টিয়া জেলা কমিটি। তারই ধারাবাহিকতায় উপজেলা জুড়ে আনন্দ শোভাযাত্রা ও সাধারণ মানুষে পাশে থেকে বৈষম্যহীন ভাবে কাজ করা অঙ্গিকার করেন। এসময় তারা বলেন, আমরা প্রথম থেকে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। দীর্ঘ দিন কাজ করা পরে আমাদের উপজেলার কমিটি দেওয়া হয়েছে যার ফলে আমরা আনন্দিত। আমাদের কাজের গতি আরও বাড়িয়ে দিবে। আমরা সবসময় অন্যায়, দূর্ণীতি বিরুদ্ধে অবস্থান নেব।