পাংশা প্রতিনিধি ॥ রাজবাড়ীর পাংশায় বাড়ীর পাশে ঈদগাহের মাঠে খেলতে গিয়ে পাশের পুকুরে ডুবে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের দয়রামপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শিশুটি হলেন, উপজেলার বাবুপাড়া ইউনিয়নের দয়রামপুর গ্রামের মোঃ মোতালেব জোয়ারদারের ছেলে তানজিদ জোয়ারদার। সরজমিনে গিয়ে জানা যায়, তান্ত্রিক জোয়ারদার বাড়ির সামনেই ঈদগাঁ মাঠে প্রতিদিনের মতোই সকাল থেকে খেলাধুলা করছিল। হঠাৎ প্রতিবেশী একটি ছেলে এসে বলে ঈদগার পাশেই পুকুরে তানজিদ পড়েছে। দ্রুত তাকে উদ্ধার করে পাশের মাছনাড়া ডিজিটাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বাড়ীতে নিয়ে এসে ছেলেটির গায়ে লবন দিয়ে রাখা হয়।