ভেড়ামারা প্রতিনিধি ॥ গণঅধিকারের অঙ্গিকার, রুখবো মোরা অনাচার এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গণঅধিকার পরিষদ (জিওপি)’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় ভেড়ামারা উপজেলা শাখার আয়োজনে গতকাল শনিবার দুপুর ১২টার সময় স্থানীয় বাসস্ট্যান্ডে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদের ভেড়ামারা উপজেলা শাখার সদস্য সচিব দিদারুল হক মুন্না’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মো. খালিকুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আপন। এসময় গণঅধিকার পরিষদের ভেড়ামারা উপজেলা শাখার সবুজ মন্ডল, মো. বজলু, মো. সেলিম, রিগেন আহম্মেদ, মো. হেলাল, ইমন ও নিরব সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।