নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় গতকাল (২৩ অক্টোবর) বুধবার সকাল ১১টায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ‘‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’’ শীর্ষক প্রকল্পের হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) টিকাদান বিষয়ে ১০বছর থেকে ১৪বছর বয়সী কিশোরী অথবা ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণির ছাত্রীদের ২৪ অক্টোবর থেকে জেলা পর্যায়ে ‘‘ এইচপিভি টিকাদান কার্যক্রম-২০২৪’’ বাস্তবায়ন সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ আকুল উদ্দিন। তিনি বলেন- নারীদের জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে ২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এইচপিভি টিকাদান কার্যক্রম, টিকার ক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্যক্রম, জরায়ু ক্যান্সার সৃষ্টির কারণ, লক্ষণ ও প্রতিকার, বৈশি^ক ও বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, জরায়ু ক্যান্সার প্রতিরোধে সরকারের ভূমিকা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী-অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকাদান কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং উপস্থিত কিশোরী, শিক্ষক, সরকারি কর্মকর্তাদের করণীয় ও সহযোগিতার আহবান জানান। সভাপতি সিনিয়র তথ্য অফিসার আমিনুল ইসলাম ‘‘এইচপিভি টিকাদান কার্যক্রম-২০২৪’’ বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন ও এইচপিভি টিকার সুফল, নিজ নিজ পক্ষ থেকে সকলকে অবহিতকরণ ও প্রয়োজনে কুষ্টিয়া জেলা তথ্য অফিস থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন এবং অনুষ্ঠানস্থলে একজন ছাত্রীর রেজিস্ট্রেশন করে উপস্থিত সকলকে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পর্কে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি বক্তব্যে এইচপিভি টিকার গুরুত্ব ও তার অধীনস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির ছাত্রীদের এইচপিভি টিকা গ্রহণের বিষয়ে সার্বিক নির্দেশনা ও সহযোগিতার বিষয়ে আলোকপাত করেন। বিশেষ অতিথি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস বলেন জরায়ু ক্যান্সারে নারীদের মৃত্যু, ধর্মীয় জীবন যাপন, বাল্যবিবাহ না করা, অল্পবয়সে ও ঘনঘন বাচ্চা না নেওয়ার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শাহিনা বেগম, তাহেরা বেগম, সিনিয়র শিক্ষক নাদিরা খাতুন, মোঃ সাইদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে এইচপিভি বিষয়ে নিবন্ধন প্রক্রিয়াসহ কয়েক প্রকার ভিডিও চিত্র প্রদর্শন ও অডিও গান শোনানো হয়। অনুষ্ঠানে ১০ বছর থেকে ১৪ বছর বয়সী কিশোরী ও ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণির ছাত্রী ৫০ জন, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিকসহ ৬০জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারি ফারুক হোসেন।