মিরপুর প্রতিনিধি ॥ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার মিরপুর পৌর যুবদলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর যুবদলের আয়োজনে গতকাল রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক নাসিরুজ্জামান রানার পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারন সম্পাদক ইব্রাহিম আলী, মিরপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক এনামুল হক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, সাবেক কোষাধ্যক্ষ আব্দুর রশিদ, বিএনপি নেতা নাহারুল ইসলাম টোকন, শাবান মন্ডন, সেলিম, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শিল্পু, মঞ্জু প্রমুখ। এ সময় বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন-মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর দ্বারা প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২৭ অক্টোবর দিনব্যাপী অনুষ্ঠিত হবে। কর্মসূচীর মধ্যে রয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং, বিকেল ৩ টায় র?্যালী, আলোচনা ও দোয়া মাহফিল।