নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার দৌলতপুরে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার আল্লাহর দর্গায় অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোবাকর সামনে মারপিটের এঘটনা ঘটে। স্থানীয়রা আহত ওই ম্যানেজার তারেক আল মামুন (৩৫) কে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
প্রত্যক্ষদর্শী ও আহত তারেকের পরিবারের সদস্যরা জানান, তারেক একটি বেসরকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে উপজেলার আল্লারদর্গায় অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে লেবার সাপ্লাই দিয়ে আসছিল। গত ৫ তারিখে শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিটিতে অন্য একটি গ্রুপ লেবার সরবরাহ করে আসছেন। ঘটনার দিন বিকেলে পুরনো কিছু খাতাপত্র নিয়ে আল্লারদর্গায় অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে হিসাব নিকাশ করতে গেলে কিছু দুর্বৃত্ত তারেককে মারপিট করে আহত করেছেন বলে অভিযোগ করেন। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আহত তারেকের পরিবারের সদস্যরা। উল্লেখ্য আহত তারেক উপজেলা যুবলীগের সভাপতি ও দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকান চৌধুরীর ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার ছিলেন বলে নিশ্চিত করেছে তার পরিবারের সদস্যরা।