বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপি’র পক্ষ থেকে কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক মো. কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক মো. কুতুব উদ্দিন আহমেদ এর বাসভবনে এ শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন ছাত্রনেতা এ্যাড. রমজান আলী, দৌলতপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক প্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা আরিফুল ইসলাম নান্নু মাষ্টার, দৌলতপুর কলেজের নবগঠিত জিবি’র বিদ্যেৎসাহী সদস্য মো. আলাউদ্দিন বাদল, বিএনপি নেতা সেন্টু খান, রবি খান, শাহজালাল ও আসাদুজ্জামান খোকন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মতবিনিময়কালে কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক মো. কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার উপস্থিত দৌলতপুর বিএনপি নেতা-কর্মীদের দেশ ও দলের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।