ইবি প্রতিনিধি ॥ আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের সঙ্গে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় টিএসসিসির করিডোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, এবি পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ, আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় সমন্বয়ক এস এম সুইট প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় আমার দেশ পত্রিকার সম্পাদক সাংবাদিক ড. মাহমুদুর রহমান বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশের মানুষের কাঁধে চেপে বসা এক জালিম শাসকের পতন ঘটেছে। আমি বলেছিলাম শেখ হাসিনার আমলে আদালত থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এটা লেখার কারণে আমাকে কারাবরণ করতে হয়। আজ ১৪ বছর পরে বাংলাদেশের জনগণ বুঝতে পারছে, আমি সেটা বলেছিলাম সঠিক ছিল।” তিনি বলেন, “শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এদেশের শিক্ষার্থীদের বিপ্লব সফল হয়েছে। আমি বাংলা ভাষাভাষী বিদেশীদের মধ্যে এবার যে একতা দেখতে পেরেছি, তা পূর্বে কখনো দেখিনি। বিদেশ থেকে বলা হয়েছিল যতদিন এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আছে, ততদিন কোন প্রবাসী দেশে টাকা পাঠাবেন না। তারা সব বন্ধ করে দিয়েছিল, এখন প্রবাসীরা দ্বিগুণ উৎসাহে রেমিট্যান্স পাঠাচ্ছে।”