আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গা প্রেসক্লাবের আইসিটি সম্পাদক ও আলমডাঙ্গা প্রতিদিনের এ্যাডমিন মীর ফাহিম ফয়সালের ২৫তম জন্মদিন পালিত হয়েছে। আলমডাঙ্গা প্রতিদিন অফিসে আনুষ্ঠানিকভাবে কেক কেটে জন্মদিনের শুভ উদ্বোধন করেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজম, যুগ্ম সম্পাদক তানভীর সোহেল, সহ-সভাপতি রুনু খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক বসিরুল আলম, সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আতিক বিশ্বাস, প্রচার সম্পাদক জাফর জুয়েল, সহ-প্রচার সম্পাদক হাসিবুল ইসলাম, সদস্য হাসিবুল হক প্রমুখ। উল্লেখ্য আলমডাঙ্গা বাবুপাড়ার মরহুম মীর মতিয়ার রহমানের জ্যেষ্ট পুত্র মীর ফাহিম ফয়সাল ১৯৯৮ সালের আজকের এই দিনে জন্মগ্রহন করেছিল। তারা দুই ভাই ও মাতা কে নিয়ে ছোট সংসার। প্রেসক্লাবের সভাপতি বলেন মীর ফাহিম ফয়সাল আলমডাঙ্গার একজন প্রকৃত সাংবাদিক। আমরা তার উত্তোরত্তোর সফলতা কামনা করছি।