ইবি প্রতিনিধি ॥ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এর সাথে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় উপাচার্যের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা, একাডেমিক স্থবিরতা, শিক্ষা ও গবেষণা, সকল পদে দক্ষ ও যোগ্য লোক নিয়োগসহ অভ্যান্তরীণ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সংস্কার পরিকল্পনার বিষয়ে তুলে করেন সাংবাদিকেরা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক ভারপ্রাপ্ত ড. আমানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব রেদোয়ান এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নূর আলম সিদ্দিকসহ প্রেসক্লাবে কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ। এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, প্রেসক্লাব বিশ^বিদ্যালয়ের একটি বিশ্বস্ত সংগঠন। বিশ্ববিদ্যালয়ে এটি বড় ভূমিকা পালন করতে পারে। এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বিষয় হলো ইমেজ ক্রাইসিস। আমি চাচ্ছি সেই হারানো ইমেজ আবার ফিরে আসুক। প্রেসক্লাব সেই ইমেজ ফিরিয়ে ফিরিয়ে আনার জন্য কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, দুপুর সাড়ে ১২টায় ভাইস চ্যান্সেলরের কনফারেন্স রুমে রিপোর্টার্স ইউনিটির সাথে মতবিনিময় করেছে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এসময় সাংবাদিকদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কার, সেশনজট নিরসন, গবেষণা উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ সহ নানা বিষয়ে সংস্কারমূলক আলোচনা করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। মতবিনিময় সভায় ইবি রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব ফারহানা নওশিন তিতলি, শাহীন আলম, শাহরিয়ার কবির রিমন, সামি আল সাদ আওন সহ সংগঠনের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।