শৈলকুপা প্রতিনিধি ॥ ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামে পুকুরের পানিতে পড়ে আরাফ (৩) নামের শিশুর করুন মৃত্যু হয়েছে। ঐ গ্রামের আব্দুল মালেক বিশ্বাসের পুত্র। জানা যায় শুক্রবার সকালে খেলতে খেলতে সকলের অজান্তে বাড়ির পাশেই একটি পুকুরে শিশুটি পড়ে যায়। পরে শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খুৃঁজতে থাকে। এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। উল্লেখ্য যে পৌর এলাকার সাতগাছি গ্রামের সুমাইয়া খাতুন (৭) সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে শৈলকূপা থানার সেকেন্ড অফিসার এস আই জলিলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন মামলা হলে লাশ সুরহাল হবে।