নিজ সংবাদ ॥ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক “কাজী এন্টারপ্রাইজ” বাস তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ক্রিষ্টাল মেথ আইস আটক করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় গতকাল রবিবার (২৮ জুলাই) সকাল ১১ টা ৫০ মিনিটের সময় নায়েব সুবেদার সিগন্যাল মোঃ আব্দুল হামিদ এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়া জেলার দশ মাইল বহালবাড়িয়া নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। ঐ অভিযানে সাতক্ষীরার শ্যামনগর হতে ময়মনসিংহ গামী ‘কাজী এন্টারপ্রাইজ‘ (রেজিঃ নং সিরাজগঞ্জ-ব-১১-০০১১) বাসে তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় এক কেজি ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করে। এ ব্যাপারে মিরপুর থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।