নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়া ত্রিমোহনী বাইপাস মোড়ে যাত্রীবাহী বাসে মাদক ও চোরাচালান বিরোধী তল্লাশি অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১কেজি ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের দিক নির্দেশনায় সুবেদার মো. এ কে এম আলম খানের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী বাইপাস মোড়ে সাতক্ষীরার শ্যামনগর হতে ছেড়ে আসা সিরাজগঞ্জের শাহাজাদপুরগামী যাত্রীবাহী বাস স্বপ্ননিল পরিবহনে (রেজি: নং পাবনা ব-১১০১৬০) মাদক ও চোরাচালান বিরোধী তল্লাশী অভিযান চালায়। এসময় মালিক বিহীন অবস্থায় ১কেজি ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করা হয়। এ ঘটনায় কুষ্টিয়া সদর থানায় জিডি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।