আলমডাঙ্গা অফিস ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা ?শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা ?শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪”র উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনু?ষ্ঠিত হ?য়ে?ছে।গতকাল সকাল সাড়ে ৮ টায় আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের বি-টিম মাঠে উপজেলা পর্যায়ে বালক ও বালিকাদের ফুটবলের ফাইনাল খেলা অনু?ষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব স্নিগ্ধা দাস।বা?লিকা ফুটবলের ফাইনাল খেলায় কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া সরকা?রি প্রাথ?মিক বিদ্যালয়ের বা?লিকা দলকে ৩-০ গোলে হারিয়ে উদয়ন বালিকা সরকা?রি প্রাথ?মিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। উক্ত খেলায় উদয়ন বা?লিকা দলের ৫ ম শ্রেনির শিক্ষার্থী মীম একাই ৩?টি গোল করে চমকে দিয়ে দলকে বিজয়ীর হাসি উপহার দিয়েছে। বালক দলের ফুটবলের ফাইনাল খেলায় হারদী সরকা?রি প্রাথমিক ?বিদ্যালয়কল ৩-০ গোলে হারিয়ে আলমডাঙ্গা আদর্শ সরকা?রি প্রাথ?মিক বিদ?্যালয় বিজয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে অতি?থি হি?সে?বে উপ?স্থিত ছি?লেন উপ?জেলা আওয়ামীলী?গের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌরসভার প?্যা?নেল মেয়র খন্দকার ম?জিবুল ইসলাম, উপ?জেলা ক্রীড়া সংস্থার সে?ক্রেটা?রি খন্দকার জিহাদ-ই জুল?ফিকার টুটুল, আলমডাঙ্গা থানার এসআই আশিকুল হক,সহকা?রি শিক্ষা অফিসার জিএম কামাল হো?সেন, মোঃ হুমায়ন কবীর, মোঃ রফিকুল ইসলাম, মোঃ বখতিয়ার উদদীন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শামীম সুলতান।কলেজিয়েট স্কুলের উপাধ?্যক্ষ শামীম রেজা ও মডেল সরকা?রি প্রাথ?মিক বিদ?্যাল?য়ের শিক্ষক আহসান কবীর বকু?লের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমতিরি সভাপ?তি মোঃ রেফাউল হক, সাধারন সম্পাদক মোঃ আশরাফুল আলম, ইসলামপুর সপ্রাবি এর প্রধান শিক্ষক খোঃ রাকিবুস সালেহীন, উপ?জেলা স্কাউটের সাংগ?ঠনিক সম্পাদক মোল্লা ফেরদৌস উল আলম রিজভী সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক সহ প্রমুখ।অবশেষে সভাপতি ও অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক, শিক্ষার্থী এবং সুধীজন।